Wellcome to National Portal
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মার্চ ২০২৪

ফটো গ্যালারী

ক্রমিক নং বর্ণনা
০১ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের নেতৃত্ব কোম্পানির মহাব্যবস্থাপকগণ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ব্রাহ্মণবাড়িয়াস্থ কেন্দ্রীয় স্মৃতি সৌধে সকল শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন ।
০২ বিজিএফসিএল-এর আওতাধীন তিতাস গ্যাস ফিল্ডের ১৪নং কূপের ওয়ার্কওভার কাজ অদ্য ১৯-০৩-২০২৪ তারিখে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলুল হকসহ মহাব্যবস্থাপকবৃন্দ, বাপেক্স-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ এবং মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার’ প্রকল্পের আওতায় কূপটির ওয়ার্কওভার হচ্ছে।
০৩ বিজিএফসিএল কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল ৫.৪৫ টায় জাতীয় পতাকা উত্তোলন, রাতে আলোকসজ্জা, সকালে কোম্পানির প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলুল হক মহোদয়সহ মহাব্যবস্থাপক মহোদয়গণ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাদ আসর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
০৪ বিজিএফসিএল-এর নারী কর্মকর্তা ও কর্মচারীগণ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ (৮ মার্চ) উদযাপন করা হয়। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ ফজলুল হক মহোদয়সহ মহাব্যবস্থাপক মহোদয়গণ এবং অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়গণ অংশগ্রহণ করেন।
০৫ ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকাস্থ রমনার রেসকোর্স ময়দানে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভাষণের দিন ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ বিজিএফসিল কর্তৃক যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ ফজলুল হক মহোদয়ের নেতৃত্বে কোম্পানির মহাব্যবস্থাপক মহোদয়গণ এবং কর্মকর্তা ও কর্মচারীগণ জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। অতঃপর বিজিএফসি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও বিজিএফসি এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) কর্তৃক জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। দিবসটির গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে ব্যানার সাঁটানো, আলোকসজ্জা, সংশ্লিষ্ট ভিডিও ডকুমেন্টরি প্রচারসহঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সাউন্ড সিস্টেমে প্রচার করা হয়।
০৬ প্রকৌশলী মো: ফজলুল হক মহোদয় বিজিএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২৮-২-২০২৪ তারিখে যোগদান করেন। অদ্য প্রধান কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীগণ কর্তৃক মহোদয়কে শুভেচছা ও অভিনন্দন  জ্ঞাপন করা হয়।
০৭ বিজিএফসিএল কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ যথাযথ মর্যাদার সাথে উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষ্যে রাত ১২.০১ টায় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং সকালে বিজিএফসি অফিসার্স ক্লাব ও বিজিএফসি এমপ্লয়ীজ ক্লাব কর্তৃক শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
০৮ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে একুশের প্রথম প্রহর রাত ১২:০১ টায় কোম্পানির স্কুল এন্ড কলেজ এর শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। কোম্পানির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়া পৃথক পৃথকভাবে পুষ্প স্তবক অর্পণ করে বিজিএফসি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, বিজিএফসি অফিসার্স ক্লাব, বিজিএফসি এমপ্লয়ীজ ইউনিয়ন, বিজিএফসি এমপ্লয়ীজ ক্লাব,  প্রধান কার্যালয়ের  উইমেন্স ক্লাব এবং বিজিএফসিএল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন।
০৯ প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিঃ কর্তৃক অসহায় শীতার্তদের মাঝে কোম্পানির প্রধান কার্যালয়, তিতাস ফিল্ড লোকেশন-এ, তিতাস ফিল্ড লোকেশন-বি এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুস সুলতান, মহাব্যবস্থপকগণ, বিজিএফসি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, বিজিএফসি এমপ্লয়ী ইউনিয়ন এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
১০ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এমপি মহোদয়কে 
বিজিএফসিএল-এর পক্ষ হতে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
১১ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এবং পরিচালক, বিজিএফসিএল পরিচালনা পর্ষদ জনাব মোঃ হুমায়ুন কবীর মহোদয় অদ্য ৬-১-২০২৪ তারিখ তিতাস গ্যাস ফিল্ডের কম্প্রেসর প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি কম্প্রেসর পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিষয়ে কোম্পানির কারিগরি কর্মকর্তাগণের সাথে প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুস সুলতান এবং মহাব্যবস্থাপকগণসহ অফিসার্স এসোসিয়েশন ও সিবিএ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে জনাব মোঃ হুমায়ুন কবীর মহোদয় তিতাস-বি লোকেশনে  একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।
১২ বিজিএফসিএল কর্তৃক আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ  এবং দিনব্যাপী বিজিএফসিএল পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে  মহান বিজয় দিবস-২০২৩ অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করা হয়।
১৩ জনাব মোহাম্মদ ফারুক হোসেন, যুগ্মসচিব (প্রশাসন-২), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে মাসিক ভিত্তিতে গ্যাস উৎপাদন, অগ্নি নির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং কমিটির সদস্যগণ অদ্য ১১-১২-২০২৩ তারিখে বিজিএফসিএল-এর তিতাস গ্যাস ফিল্ড পরিদর্শন করেন। কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব মো: হাবীবুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
১৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার সকাল ১০.০০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণসহ আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিজিএফসিএল এর তিতাস লোকেশন-এ, তিতাস লোকেশন-সি ও নরসিংদী গ্যাস ফিল্ডের কম্প্রেসর স্থাপন শুভ উদ্বোধন এবং তিতাস লোকেশন-ই ও জি এর কম্প্রেসর স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও জনসাধারণ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুস সুলতান, মহাব্যবস্থাপকগণসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ মাননীয় প্রধানমন্ত্রীর নামাঙ্কিত ফলক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

১৫

১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ব্রাহ্মণবাড়িয়াস্থ বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ প্রভৃতি কর্মসূচিতে বিজিএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুস সুলতানসহ সকল মহ্যব্যবস্থাপকগণ, অফিসার্স এসোসিয়েশন, এমপ্লয়ীজ ইউনিয়নসহ কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

১৬ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭৫ সালের ৯ আগস্ট দেশের ৫টি গ্যাস ফিল্ড (তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, রশিদপুর ও কৈলাশটিলা) রাষ্ট্রীয় মালিকানায় আনার পদক্ষেপকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ফিল্ডগুলোতে স্মৃতিফলক স্থাপন করা হয়। ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০২৩ উপলক্ষে ভার্চুয়ালি তিতাস লোকেশন-এ, হবিগঞ্জ ও বাখরাবাদে স্থাপিত স্মৃতিফলক উন্মোচন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ, এমপি মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল বাটন অন করে একযোগে স্মৃতিফলকগুলো উন্মোচন করেন পেট্রোবাংলার সম্মানীত চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার। অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালক প্রশাসন জনাব মোঃ আলতাফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের এনডিসি (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, বিজিএফসিএল, বাপেক্স ও টিজিটিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিজিএফসিএল-এর মহাব্যবস্থাপকগণ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
১৭ পেট্রোবাংলা ও বিজিএফসিএল এর মধ্যে ২১-০৬-২০২৩ তারিখে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন পেট্রোবাংলার মাননীয় চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার এবং বিজিএফসিএল'র ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুস সুলতান।
১৮ শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩
১৯ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে বিজিএফসিএল এর প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান কার্যালয়ে আলোকসজ্জা করা হয়।
২০ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে বিজিএফসিএল এর কর্মকর্তা ও কর্মচারীগন ব্রাহ্মণবাড়িয়া স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
২১ ১৭ই মার্চ বিজিএফসিএল এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে "চিরঞ্জীব মুজিব" চলচ্চিত্র প্রদর্শিত হয়। কর্মকর্তা ও কর্মচারীগন তাদের পরিবারসহ চলচ্চিত্রটি উপভোগ করে।
২২ ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে বিজিএফসিএল এর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্তক স্তবক অর্পণ করেন।
২৩ আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ উপলক্ষ্যে বিজিএফসিএল প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং নারী কর্মকর্তা / কর্মচারীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।
২৪ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে বিজিএফসিএল এর পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন।
২৫

ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, সচিব,  জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং চেয়ারম্যান, বিজিএফসিএল পরিচালনা পর্ষদ মহোদয় অদ্য ২ মার্চ ২০২৩ বিজিএফসিএল পরিদর্শনকালে  প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার-এর শুভ উদ্বোধন  করেন। এসময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: শোয়েব, মহাব্যবস্থাপকবৃন্দ,  অফিসার্স এসোসিয়েশন এবং এমপ্লয়িজ ইউনিয়নের কর্মকর্তাগণসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

এ ছাড়াও পরিদর্শনকালে তিনি ব্যবস্থাপনা পরিচালকসহ অফিসার্স এসোসিয়েশন এবং সিবিএ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা, তিতাস-এ লোকেশনে কম্প্রেসর স্থাপন কার্যক্রম পরিদর্শন এবং তিতাস-বি লোকেশনে বৃক্ষ রোপণ করেন।

২৬ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপনের অংশ হিসেবে  ২১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বিজিএফসি অফিসার্স ক্লাব এবং বিজিএফসি এমপ্লয়ীজ ক্লাব কর্তৃক  চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
২৭ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন। কোম্পানির প্রধান কার্যালয় কমপ্লেক্সে অবস্থিত বিজিএফ স্কুল এন্ড কলেজের শহিদ মিনারে ২১ ফেব্রুয়ারির ১ম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২৮ বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার মহোদয় অদ্য ১৭-২-২০২৩ তারিখ বাংলাদেশ গ্যাস  ফিল্ডস্ কোম্পানী লিঃ পরিদর্শন করেন। তিনি প্রধান কার্যালয়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এছাড়া বিজিএফসি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং এমপ্লয়ীজ ইউনিয়নের সাথে সভা করেন।  পেট্রোবাংলার চেয়ারম্যান মহোদয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং মহাব্যবস্থাপক মহোদয়গণের সাথে তিতাস গ্যাস ফিল্ডের কম্প্রেসর স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন।
২৯

বিজিএফসিএল পরিচালনা পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মহোদয়কে এবং জনাব মোহাম্মদ ফারুক হোসেন, যুগ্ম-সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও মো: আব্দুল মান্নান পাটওয়ারী, পরিচালক (পরিকল্পনা), পেট্রোবাংলা বিজিএফসিএল বোর্ডের পরিচালক নিযুক্ত হওয়ায় বোর্ডের পক্ষ হতে শুভেচ্ছা জানানো হয়।

৩০ বিজিএফসিএল এর পক্ষ হতে মন্ত্রী পরিষদ বিভাগের নবনিযুক্ত সিনিয়র সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নবনিযুক্ত সচিব মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
৩১

মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি বিজিএফসিএল এর পক্ষ হতে বিনম্র শ্রদ্ধা নিবেদন।

৩২ ১৯-২০ নভেম্বর, ২০২২ তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে আয়োজিত ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২’ এ বিজিএফসিএল-এর স্টলসহ মেলা পরিদর্শন করেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ শোয়েব এবং কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ।

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon