Wellcome to National Portal
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জুন ২০২৪

নরসিংদী ফিল্ড

 

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী গ্যাস ফিল্ডটি অবস্থিত। পেট্রোবাংলা ১৯৯০ সালে এ গ্যাস ফিল্ডটি আবিষ্কার করে। পেট্রোবাংলার পুনঃআনুমান অনুসারে, নরসিংদী গ্যাস ফিল্ডের মোট উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ৩৪৫ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। অত্র ফিল্ড হতে ১৯৯৬ সাল থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হয়ে আসছে  এবং মে ৩১, ২০২৪ পর্যন্ত মোট মজুদের সর্বমোট ২৫১.৫৩০ বিলিয়ন ঘনফুট বা শতকরা ৭২.৯১% গ্যাস উৎপাদন করা হয়েছে।

এ ফিল্ডের ০২ (দুই)টি কূপ হতে ২০২৪ সালের মে মাসে গড়ে প্রতিদিন ২৩.৮৪ মিলিয়ন ঘনফুট উৎপাদন করে ফিল্ডে স্থাপিত একটি গ্লাইকল ডিহাইড্রেশন প্রসেস প্লান্টের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে টিজিটিডিসিএল সিস্টেমে সরবরাহ করা হয়। গ্যাসের উপজাত হিসেবে দৈনিক প্রায় ২৮.৮৪ ব্যারেল কনডেনসেট উৎপাদিত হয়েছে। ২০২৪ সালের মে মাসে এ গ্যাস ক্ষেত্রে কনডেনসেট ও গ্যাসের গড় অনুপাত এবং পানি ও গ্যাসের গড় অনুপাত যথাক্রমে ১.২১০ ব্যারেল/মিলিয়ন ঘনফুট এবং ১.০৮২ ব্যারেল/মিলিয়ন ঘনফুট ছিল। 

 

সেলস লাইনে গ্যাসের চাপ বৃদ্ধির লক্ষ্যে নরসিংদী গ্যাসফিল্ডে  তিনটি গ্যাস বুষ্টার কম্প্রেসর স্থাপন করা হয়েছে। প্রতিটি কম্প্রেসরের কম্প্রেসন ক্ষমতা দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট। মোট ০৩ (তিন)টি কম্প্রেসরের মধ্যে দুইটি কম্প্রেসার চলমান এবং একটি স্ট্যান্ডবাই হিসেবে ব্যবহৃত হচ্ছে।