Wellcome to National Portal
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ নভেম্বর ২০২৩

কোম্পানির সংক্ষিপ্ত বিবরণ

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল), বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান। বৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী কোম্পানি গ্যাসের গুণগতমান বজায় রেখে পাইপলাইনের মাধ্যমে গ্যাস ট্রান্সমিশন সিস্টেমে উৎপাদিত গ্যাস সরবরাহ করে। বিজিএফসিএল দেশের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় % গ্যাস উৎপাদন করে। গ্যাসের সাথে উপজাত হিসেবে উৎপাদিত কনডেনসেট অ্যাকুয়া রিফাইনারি লিমিটেড এবং সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড এর নিকট বিক্রয় করা হয়। বিজিএফসিএল প্রতি বছর জাতীয় রাজস্ব কোষাগারে  উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করে।

বর্তমানে বিজিএফসিএল এর আওতায় ০৬(ছয়)টি গ্যাস ফিল্ড যথা- তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী, মেঘনা ও কামতা রয়েছে। এ ০৬ (ছয়)টি গ্যাসক্ষেত্রের মধ্যে ০৫ (পাঁচ)টি অর্থাৎ তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী ও মেঘনা গ্যাসক্ষেত্র বর্তমানে উৎপাদনে আছে। আতিরিক্ত পানি উৎপাদনের জন্য কামতা ফিল্ড হতে গ্যাস উৎপাদন বন্ধ রয়েছে। আন্তর্জাতিক অয়েল কোম্পানি স্যান্টোস পরিচালিত সাঙ্গু গ্যাস ক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলার সিদ্ধান্তক্রমে চট্টগ্রামের সিলিমপুরস্থ প্লান্ট স্থাপনা বিজিএফসিএল কে দেখাশুনার দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

বিজিএফসিএল এর ফিল্ডসমূহঃ

  • তিতাস গ্যাস ফিল্ড
  • হবিগঞ্জ গ্যাস ফিল্ড
  • বাখরাবাদ গ্যাস ফিল্ড
  • নরসিংদী গ্যাস ফিল্ড
  • মেঘনা ফিল্ড
  • কামতা ফিল্ড