Wellcome to National Portal
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০২৪

ফটো গ্যালারী

ক্রমিক নং বর্ণনা
০১ জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান ২৪-৬-২০২৪ তারিখ বিজিএফসিএল-এর প্রধান কার্যালয়, বিরাসার, ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়। গ্রেড ৪ থেকে গ্রেড ৯ ক্যাটাগরিতে জনাব মোঃ হাবীবুর রহমান, উপমহাব্যবস্থাপক (ফান্ড) ও জনাব মোঃ রাগেব হাসনাইন, ব্যবস্থাপক (জনসংযোগ), গ্রেড ১০ থেকে গ্রেড ১৬ ক্যাটাগরিতে জনাব মোঃ মোনারুল ইসলাম, ফোরম্যান (প্রডাকশন) ও জনাব মোঃ শাহানুর, ফোরম্যান (ড্রাইভার),  এবং গ্রেড ১৭ থেকে গ্রেড ২০ ক্যাটাগরিতে জনাব মোঃ নাদিম মোস্তফা, ফায়ার ফাইটার-৪ ও জনাব মোঃ জুয়েল রানা, নিরাপত্তা প্রহরী-৪ এ অর্থবছর শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলুল হক, মহাব্যবস্থাপকবৃন্দ এবং সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
০২ বিজিএফসিএল-এর আওতাধীন তিতাস গ্যাস ফিল্ডের ১৪নং কূপের ওয়ার্কওভার কাজ অদ্য ১৯-০৩-২০২৪ তারিখে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলুল হকসহ মহাব্যবস্থাপকবৃন্দ, বাপেক্স-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ এবং মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার’ প্রকল্পের আওতায় কূপটির ওয়ার্কওভার হচ্ছে।
০৩ বিজিএফসিএল-এর নারী কর্মকর্তা ও কর্মচারীগণ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ (৮ মার্চ) উদযাপন করা হয়। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ ফজলুল হক মহোদয়সহ মহাব্যবস্থাপক মহোদয়গণ এবং অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়গণ অংশগ্রহণ করেন।
০৪ প্রকৌশলী মো: ফজলুল হক মহোদয় বিজিএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২৮-২-২০২৪ তারিখে যোগদান করেন। অদ্য প্রধান কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীগণ কর্তৃক মহোদয়কে শুভেচছা ও অভিনন্দন  জ্ঞাপন করা হয়।
০৫ বিজিএফসিএল কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ যথাযথ মর্যাদার সাথে উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষ্যে রাত ১২.০১ টায় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং সকালে বিজিএফসি অফিসার্স ক্লাব ও বিজিএফসি এমপ্লয়ীজ ক্লাব কর্তৃক শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
০৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে একুশের প্রথম প্রহর রাত ১২:০১ টায় কোম্পানির স্কুল এন্ড কলেজ এর শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। কোম্পানির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়া পৃথক পৃথকভাবে পুষ্প স্তবক অর্পণ করে বিজিএফসি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, বিজিএফসি অফিসার্স ক্লাব, বিজিএফসি এমপ্লয়ীজ ইউনিয়ন, বিজিএফসি এমপ্লয়ীজ ক্লাব,  প্রধান কার্যালয়ের  উইমেন্স ক্লাব এবং বিজিএফসিএল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন।
০৭ প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিঃ কর্তৃক অসহায় শীতার্তদের মাঝে কোম্পানির প্রধান কার্যালয়, তিতাস ফিল্ড লোকেশন-এ, তিতাস ফিল্ড লোকেশন-বি এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুস সুলতান, মহাব্যবস্থপকগণ, বিজিএফসি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, বিজিএফসি এমপ্লয়ী ইউনিয়ন এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
০৮ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এবং পরিচালক, বিজিএফসিএল পরিচালনা পর্ষদ জনাব মোঃ হুমায়ুন কবীর মহোদয় অদ্য ৬-১-২০২৪ তারিখ তিতাস গ্যাস ফিল্ডের কম্প্রেসর প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি কম্প্রেসর পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিষয়ে কোম্পানির কারিগরি কর্মকর্তাগণের সাথে প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুস সুলতান এবং মহাব্যবস্থাপকগণসহ অফিসার্স এসোসিয়েশন ও সিবিএ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে জনাব মোঃ হুমায়ুন কবীর মহোদয় তিতাস-বি লোকেশনে  একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।
০৯ বিজিএফসিএল কর্তৃক আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ  এবং দিনব্যাপী বিজিএফসিএল পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে  মহান বিজয় দিবস-২০২৩ অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করা হয়।
১০ জনাব মোহাম্মদ ফারুক হোসেন, যুগ্মসচিব (প্রশাসন-২), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে মাসিক ভিত্তিতে গ্যাস উৎপাদন, অগ্নি নির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং কমিটির সদস্যগণ অদ্য ১১-১২-২০২৩ তারিখে বিজিএফসিএল-এর তিতাস গ্যাস ফিল্ড পরিদর্শন করেন। কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব মো: হাবীবুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
১১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার সকাল ১০.০০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণসহ আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিজিএফসিএল এর তিতাস লোকেশন-এ, তিতাস লোকেশন-সি ও নরসিংদী গ্যাস ফিল্ডের কম্প্রেসর স্থাপন শুভ উদ্বোধন এবং তিতাস লোকেশন-ই ও জি এর কম্প্রেসর স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও জনসাধারণ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুস সুলতান, মহাব্যবস্থাপকগণসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ মাননীয় প্রধানমন্ত্রীর নামাঙ্কিত ফলক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

১২ পেট্রোবাংলা ও বিজিএফসিএল এর মধ্যে ২১-০৬-২০২৩ তারিখে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন পেট্রোবাংলার মাননীয় চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার এবং বিজিএফসিএল'র ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুস সুলতান।
১৩ শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩
১৪ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে বিজিএফসিএল এর প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান কার্যালয়ে আলোকসজ্জা করা হয়।
১৫ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে বিজিএফসিএল এর কর্মকর্তা ও কর্মচারীগন ব্রাহ্মণবাড়িয়া স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
১৬ আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ উপলক্ষ্যে বিজিএফসিএল প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং নারী কর্মকর্তা / কর্মচারীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।
১৭ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপনের অংশ হিসেবে  ২১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বিজিএফসি অফিসার্স ক্লাব এবং বিজিএফসি এমপ্লয়ীজ ক্লাব কর্তৃক  চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১৮ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন। কোম্পানির প্রধান কার্যালয় কমপ্লেক্সে অবস্থিত বিজিএফ স্কুল এন্ড কলেজের শহিদ মিনারে ২১ ফেব্রুয়ারির ১ম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৯ বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার মহোদয় অদ্য ১৭-২-২০২৩ তারিখ বাংলাদেশ গ্যাস  ফিল্ডস্ কোম্পানী লিঃ পরিদর্শন করেন। তিনি প্রধান কার্যালয়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এছাড়া বিজিএফসি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং এমপ্লয়ীজ ইউনিয়নের সাথে সভা করেন।  পেট্রোবাংলার চেয়ারম্যান মহোদয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং মহাব্যবস্থাপক মহোদয়গণের সাথে তিতাস গ্যাস ফিল্ডের কম্প্রেসর স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন।
২০

বিজিএফসিএল পরিচালনা পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মহোদয়কে এবং জনাব মোহাম্মদ ফারুক হোসেন, যুগ্ম-সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও মো: আব্দুল মান্নান পাটওয়ারী, পরিচালক (পরিকল্পনা), পেট্রোবাংলা বিজিএফসিএল বোর্ডের পরিচালক নিযুক্ত হওয়ায় বোর্ডের পক্ষ হতে শুভেচ্ছা জানানো হয়।

২১ বিজিএফসিএল এর পক্ষ হতে মন্ত্রী পরিষদ বিভাগের নবনিযুক্ত সিনিয়র সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নবনিযুক্ত সচিব মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
২২

মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি বিজিএফসিএল এর পক্ষ হতে বিনম্র শ্রদ্ধা নিবেদন।

২৩ ১৯-২০ নভেম্বর, ২০২২ তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে আয়োজিত ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২’ এ বিজিএফসিএল-এর স্টলসহ মেলা পরিদর্শন করেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ শোয়েব এবং কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ।