Wellcome to National Portal
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ August ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭৫ সালের ৯ আগস্ট দেশের ৫টি গ্যাস ফিল্ড (তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, রশিদপুর ও কৈলাশটিলা) রাষ্ট্রীয় মালিকানায় আনার পদক্ষেপকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ফিল্ডগুলোতে স্মৃতিফলক স্থাপন করা হয়। ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০২৩ উপলক্ষে ভার্চুয়ালি তিতাস লোকেশন-এ, হবিগঞ্জ ও বাখরাবাদে স্থাপিত স্মৃতিফলক উন্মোচন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ, এমপি মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল বাটন অন করে একযোগে স্মৃতিফলকগুলো উন্মোচন করেন পেট্রোবাংলার সম্মানীত চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার। অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালক প্রশাসন জনাব মোঃ আলতাফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের এনডিসি (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, বিজিএফসিএল, বাপেক্স ও টিজিটিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিজিএফসিএল-এর মহাব্যবস্থাপকগণ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।